রাঙামাটির পাহাড়ে সেনা অভিযানে গোলাগুলি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫


রাঙামাটির পাহাড়ে সেনা অভিযানে গোলাগুলি
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট এলাকার দুর্গম পাহাড়ে সেনাবাহিনী ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সদস্যদের মধ্যে গুলি বিনিময় চলছে। এই অভিযানে এ পর্যন্ত একটি একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২৯ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।


আইএসপিআর জানায়, ইউপিডিএফ-এর একটি আস্তানার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে অভিযান শুরু করে। অভিযানের সময় সশস্ত্র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়।


তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানানো হয়নি। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


আরএক্স/