কুমিল্লার বুড়িচংয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫


কুমিল্লার বুড়িচংয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ছবি: প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 


নিহতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে  মিশু (১৫)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। 


প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে গৃহকর্তা মীর হোসেন। 


বাড়ির মালিক আবুল খায়ের জানায়, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন বাসা ভাড়া নেয়। আজ ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের মরদেহ পরে আছে।


বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।


এসডি/