কুষ্টিয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫০ পিএম, ৩রা আগস্ট ২০২৫

ওলি ইসলাম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এসময় স্বামীকে মারধর করা হয়।
গত শনিবার (২ আগস্ট) রাত ১১টার পর ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১২ মাইল এলাকায় ডিজে ফরিদা হোটেলে রান্নার কাজ করেন আরিফা (২৪) নামের এক গৃহবধূ। শনিবার (২ আগস্ট) রাত ১১টার পর কাজ শেষ করে স্বামী সোহেলের সঙ্গে ভ্যানে করে ভেড়ামারার কুঠিবাজার এ ফিরছিলেন। সেই সময় ১২ মাইল এলাকায় ৬/৭ জনের একটি দল তাদের গতি রোধ করে স্বামী সোহেলকে বেদম মারপিট করে। সেইসঙ্গে স্ত্রীকে সড়কের পাশে লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে।
সংবাদ পেয়ে রাতেই ভেড়ামারা থানা ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন- ভেড়ামারার মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রমানিকের ছেলে কালু প্রামানিক (৪৬), ষোল দাগ গ্রামের মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২) এবং মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানিয়েছেন, সংবাদ পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।