মেয়েকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫২ পিএম, ৩রা আগস্ট ২০২৫


মেয়েকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি

চট্টগ্রামে এক কিশোরীকে ‘তুলে নিয়ে বিয়ের ঘটনায়’ বসা সালিশি বৈঠকে বাবাকে ‘পিটিয়ে’ হত্যার অভিযোগ উঠেছে।


গত শুক্রবার (১ আগস্ট) রাতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনী আমতল এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ বলছে, পিটিয়ে খুনের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। সালিশ বৈঠকে হৈচৈ হয়েছিল বলে তারা শুনেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


মৃত ব্যক্তির নাম ফখরুল ইসলাম (৫৮), তিনি হাটাহাজারীর চৌধুরীহাট সন্দ্বীপ কলোনীর বাসিন্দা।


স্থানীয়দের ভাষ্যমতে, গত ২৭ জুলাই ফখরুলের কিশোরী মেয়েকে বিয়ে করে প্রতিবেশী যুবক রিফাত। এ ঘটনায় কিশোরীর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। পরে কিশোরীকে নোয়াখালী থেকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয় পুলিশ।


বিষয়টি নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে সালিশ বৈঠক বসে। সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়; একপর্যায়ে ছেলে পক্ষ কিশোরীর বাবা ফখরুলকে ‘পিটিয়ে আহত’ করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফখরুলের সাড়ে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রতিবেশী রিফাত তুলে নিয়ে বিয়ে করে বলে সাধারণ ডায়েরি হয়েছিল। ২৮ জুলাই পরিবারের সদস্যদের সহায়তায় নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে আনা হয়।


“এ বিষয়টি নিয়ে শুক্রবার দুই পরিবারের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে হৈচৈ হয় বলে আমরা জানতে পেরেছি। সেখানে ফখরুল অসুস্থ হয়।”


পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, পরিবারের পক্ষ থেকে ফখরুলকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়।


এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।