জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলছে সব প্রস্তুতি: ইসি সচিব
জনবাণী ডেস্ক
প্রকাশ:
১১:৩১ এএম, ৫ই আগস্ট ২০২৫
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার হামিদ।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি কমিশনের একক এখতিয়ার, এবং সিদ্ধান্ত নেয়া মাত্রই তা জানানো হবে।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, সেই অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে।’
সচিব জানান, ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে বাদ পড়া প্রায় ৪৪ লাখ ৫০ হাজার ভোটারের খসড়া তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হবে। এ তালিকা থেকে মৃতদের নাম বাদ দেয়া হবে। এরপর দাবি ও আপত্তি নিষ্পত্তি করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, সংশোধিত আইন অনুযায়ী, ভোটের এক মাস আগে প্রকাশ করা হবে সম্পূরক তালিকা।
রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৮০টি দল ঘাটতি পূরণের জন্য কাগজপত্র জমা দিয়েছে, ৬টি দল সময় চেয়েছে এবং ৫৯টি দল কোনো জবাব দেয়নি। এসব বিষয়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
অডিট রিপোর্ট প্রসঙ্গে আখতার হামিদ জানান, নিবন্ধিত ৫১টি দলের মধ্যে ৩০টি দল সময়মতো অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৫টি দল সময় চেয়েছে এবং ৫টি দল রিপোর্ট জমা দেয়নি। এসব বিষয়েও কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।