Logo

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: ডুয়েট উপাচার্য

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ০১:০৫
51Shares
জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: ডুয়েট উপাচার্য
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: ডুয়েট উপাচার্য

বিজ্ঞাপন

নাশিদ আহমেদ তুষার: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, “ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ছিল এক অনন্য মহাকাব্য। সেই আত্মত্যাগ আর ঐক্যের স্পিরিটই হবে বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও উদ্ভাবনমুখী নতুন বাংলাদেশের পথনির্দেশক।”

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিজয় র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের “জুলাই গণঅভ্যুত্থান কর্নার”-এ আয়োজিত এ অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়াও বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, “আমরা যদি জুলাইয়ের ঐ মহাকাব্যিক চেতনাকে অন্তরে ধারণ করে কাজ করি, তবে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, “দেশের সকল বৈষম্য ও ফ্যাসিবাদ দূর করতে আমাদের দরকার ঐক্যবদ্ধ প্রয়াস—যা আমরা পেয়েছিলাম সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে।”

বিজ্ঞাপন

ডুয়েটকে বিশ্বমানে উন্নত একটি গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অধিকার আদায়ে সম্মিলিতভাবে সংগ্রাম করতে। আমরা সেই চেতনাকে ধারণ করেই ছাত্র-শিক্ষক সবাই মিলে একটি মানবিক, সাম্যভিত্তিক ও ন্যায়সম্মত বাংলাদেশ গড়তে চাই।”

বিজ্ঞাপন

এর আগে, দিবসটি উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপাচার্য শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবন, শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়াম ও “জুলাই গণঅভ্যুত্থান কর্নার”-এর নামফলক উন্মোচন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD