জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: ডুয়েট উপাচার্য


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৫ পিএম, ৫ই আগস্ট ২০২৫


জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: ডুয়েট উপাচার্য
ছবি: জনবাণী

নাশিদ আহমেদ তুষার: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, “ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ছিল এক অনন্য মহাকাব্য। সেই আত্মত্যাগ আর ঐক্যের স্পিরিটই হবে বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও উদ্ভাবনমুখী নতুন বাংলাদেশের পথনির্দেশক।”


মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিজয় র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের “জুলাই গণঅভ্যুত্থান কর্নার”-এ আয়োজিত এ অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়াও বক্তব্য রাখেন।


উপাচার্য বলেন, “আমরা যদি জুলাইয়ের ঐ মহাকাব্যিক চেতনাকে অন্তরে ধারণ করে কাজ করি, তবে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, “দেশের সকল বৈষম্য ও ফ্যাসিবাদ দূর করতে আমাদের দরকার ঐক্যবদ্ধ প্রয়াস—যা আমরা পেয়েছিলাম সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে।”


ডুয়েটকে বিশ্বমানে উন্নত একটি গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অধিকার আদায়ে সম্মিলিতভাবে সংগ্রাম করতে। আমরা সেই চেতনাকে ধারণ করেই ছাত্র-শিক্ষক সবাই মিলে একটি মানবিক, সাম্যভিত্তিক ও ন্যায়সম্মত বাংলাদেশ গড়তে চাই।”


এর আগে, দিবসটি উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপাচার্য শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবন, শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়াম ও “জুলাই গণঅভ্যুত্থান কর্নার”-এর নামফলক উন্মোচন করেন।


অনুষ্ঠানে উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরএক্স/