গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, টঙ্গীতে কবর জিয়ারতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪১ পিএম, ৫ই আগস্ট ২০২৫

গাজীপুরে ২০২৪ সালের গণআন্দোলনে শহীদ তিনজন সাহসী যোদ্ধার কবর জিয়ারত করেছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, পুলিশ, সিটি করপোরেশন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টঙ্গীর বিভিন্ন কবরস্থানে গিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
জুলাই মাসের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানার মরকুন কবরস্থানে শহীদ অহিদ হোসেনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, সহকারী কমিশনার রুহুল আমিন, জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শাকিল আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান। এসময় শহীদ অহিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে টঙ্গীর এরশাদনগর ৮ নম্বর ব্লকের কবরস্থানে শহীদ নাফিসা হোসেন মারওয়ার কবর জিয়ারত করেন জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদ, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আল মামুন, টঙ্গী সার্কেলের সহকারী ভূমি কমিশনার সাইদুজ্জামান হিমু, টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাঈম।
এছাড়া শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের ৫ নম্বর ব্লকের কবরস্থানে শহীদ সানজিদ হোসেন মৃধার কবর জিয়ারত করেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা।
শহীদদের আত্মত্যাগ স্মরণ করে এ সময় বক্তারা বলেন, "তাদের রক্ত বৃথা যাবে না। গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে শহীদদের আদর্শ পথ দেখাবে আগামীর বাংলাদেশকে।"
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আয়নাঘর নামক কোনো বস্তু আর যেন সৃষ্টি না হয়: শামা ওবায়েদ

অফিস সহায়কদের মাধ্যমে জুলাই যোদ্ধাদের ফুল ও উপহার প্রদান, জুলাই যোদ্ধাদের ক্ষোভ

জয়দেবপুর স্টেশনে ‘মুগ্ধ পানির কর্নার’, যাত্রীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

কিশোরগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
