কিশোরগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ৫ই আগস্ট ২০২৫

কিশোরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মো. হাছান চৌধুরীসহ সরকারি কর্মকর্তারা তাদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম। এই আন্দোলনের শহীদ ও যোদ্ধারা দেশের ইতিহাসে গৌরবময় অধ্যায় সৃষ্টি করেছেন।
এর আগে সকাল ৯টায় সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মহিষেরবের গ্রামে জুলাই আন্দোলনের শহীদ সোহেল রানার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আয়নাঘর নামক কোনো বস্তু আর যেন সৃষ্টি না হয়: শামা ওবায়েদ

অফিস সহায়কদের মাধ্যমে জুলাই যোদ্ধাদের ফুল ও উপহার প্রদান, জুলাই যোদ্ধাদের ক্ষোভ

জয়দেবপুর স্টেশনে ‘মুগ্ধ পানির কর্নার’, যাত্রীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, টঙ্গীতে কবর জিয়ারতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা
