জয়দেবপুর স্টেশনে ‘মুগ্ধ পানির কর্নার’, যাত্রীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫০ পিএম, ৫ই আগস্ট ২০২৫


জয়দেবপুর স্টেশনে ‘মুগ্ধ পানির কর্নার’, যাত্রীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ
ছবি: জনবাণী

গাজীপুরের জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য স্থাপন করা হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’। 


মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।


‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে তারুণ্যের অংশগ্রহণে আয়োজিত একটি আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।


জেলা পরিষদের স্টেনোগ্রাফার মোহাম্মদ প্লাবন আলী জানান, ১ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় গাজীপুর জেলাজুড়ে ৬৯টি আইডিয়া জমা পড়ে। সেখান থেকে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ আইডিয়াটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নির্বাচিত প্রকল্পটি প্রায় ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়েছে।


এই উদ্যোগের ফলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আগত যাত্রী ও সাধারণ মানুষের জন্য সহজে সুপেয় পানি পানের ব্যবস্থা নিশ্চিত হলো। একইসঙ্গে শহীদ মুগ্ধর আত্মত্যাগ ও মানবিক সেবার আদর্শ স্মরণে রেখে সমাজে জনসেবামূলক কাজের অনুপ্রেরণা ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


জয়দেবপুর স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, “অনেক যাত্রীর সঙ্গে ফ্রেশ পানির বোতল থাকে না। দীর্ঘ ভ্রমণে তাদের কষ্ট হয়। এই পানির কর্নার যাত্রীদের জন্য একটি বড় সহায়তা হবে।”


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ, আইডিয়া প্রদানকারী দলের সদস্যরা এবং জেলা পরিষদের কর্মকর্তারা।


এই উদ্যোগকে ঘিরে ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ‘মুগ্ধ পানির কর্নার’ স্থাপনের ব্যাপারে সম্ভাবনার কথা জানান আয়োজকরা। সমাজে সেবাধর্মী চর্চার প্রসারে এই প্রকল্প একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মত দেন সংশ্লিষ্টরা।


আরএক্স/