জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ৫ই আগস্ট ২০২৫

২০২৪ সালের জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে তিনি উপস্থিত হন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়। কিছুক্ষণের মধ্যেই ড. ইউনূস “জুলাই ঘোষণাপত্র” পাঠ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, “জুলাই ঘোষণাপত্র” হলো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মারক ও দিকনির্দেশনামূলক একটি রাজনৈতিক দলিল। এটি প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার, যা দেশের বিভিন্ন রাজনৈতিক দল—বিশেষ করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ অন্যান্য গোষ্ঠীর মতামত ও পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে।
দলগুলোর মধ্যে এ ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই এ ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে আসছিল এনসিপি। দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ জনসচেতনতা কার্যক্রমও চালানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ এবং সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকেরা জানিয়েছেন, “জুলাই পুনর্জাগরণ” কেবল একটি স্মরণ অনুষ্ঠান নয়, বরং এটি গণতন্ত্রের পুনর্নির্মাণের পথনকশা হিসেবে বিবেচিত হবে।