বর্ষাকালে সতর্ক থাকুন: যে ৬ ধরনের গাছে সাপের আনাগোনা বেশি
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৯:০৩ পিএম, ৫ই আগস্ট ২০২৫

সাপ নামটি শুনলেই সবার ভিতরে এক প্রকার ভয় ভয় কাজ করে। সাপকে ভয়ংকর প্রাণির তালিকায় ফেললেও আদতে কিন্তু এটি অতটাও ভয়ংকর নয়। বরং সাপকে নিরীহ প্রাণিই বলা যায়। সাপ তখনই মানুষকে কামড়ায় যখন যে মানুষকে নিজের জন্য বিপজ্জনক মনে করে। এটি অবশ্য বেশিরভাগ সময়ই তাই মনে করে মানুষকে আঘাত করে। ফলে সাপের কামড়ে বছরে গড়ে ৬ থেকে ৭ হাজার মানুষ মারা যায়।
এজন্য সব সময় সাপ থেকে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে বর্ষার সময়টাতে, সাপের আনাগোনা বেশি থাকে। ফলে দুর্ঘটনাও একটু বেশিই ঘটে। এজন্য বাড়ির চারপাশে কার্বলিক এসিড ছড়িয়ে রাখতে পারেন। এছাড়া কিছু গাছ আছে যা সাপকে বেশ আকর্ষণ করে, সেগুলো বাড়িতে না রাখাই ভালো।
আরও পড়ুন: বর্ষায় রাস্তায় কাদা! যে সহজ উপায়ে পায়ের যত্ন নিন
সাপ সাধারণত ঠান্ডা, স্যাঁতসেঁতে এবং ছায়াযুক্ত স্থান পছন্দ করে থাকে। কিছু বিশেষ গাছ আছে যেগুলো সাপেদের কাছে খুবই আকর্ষণীয়। এসব গাছের গুঁড়ি, শেকড়, আর ছায়াময় পরিবেশ সাপেদের লুকিয়ে থাকার আদর্শ জায়গা হয়ে দাঁড়ায়।
অশথ্ব ও বট গাছ
এই দুই গাছ গরমকালে ছায়া দিলেও বর্ষায় হতে পারে বিপদের কারণ। মোটা গুঁড়ি, ঝুলন্ত শিকড় আর আর্দ্র পরিবেশ সাপেদের লুকোবার আদর্শ জায়গা। বর্ষায় গাছের ছায়ার নিচে হাঁটার সময় সাবধান থাকুন।
কলা গাছ
কলার গাছের চারপাশ নমনীয়, আর্দ্র ও ছায়াময় থাকে যা সাপেদের খুব প্রিয়। বিশেষ করে বৃষ্টির দিনে, গাছের গোড়া ও গোঁজার ফাঁকে তারা লুকিয়ে থাকতে খুবই পছন্দ করে।
আরও পড়ুন: মেয়েদের জন্য আয়রন সমৃদ্ধ যে ৫ খাবার জরুরি
তুলসী গাছ
যদিও তুলসী গাছ পবিত্র ও জীবাণুনাশক বলে ধরা হয়, তবে এর চারপাশে ঝোপঝাড় বা আগাছা জমে থাকলে, সেখানে সাপ লুকিয়ে পড়তে পারে। তাই বর্ষাকালে তুলসী গাছের চারপাশ পরিষ্কার রাখা খুব জরুরি।
বাঁশ গাছ
বাঁশঝাড় সাধারণত ঘন ও নিচে ভিজে জমি তৈরি করে। এমন পরিবেশে সাপেরা গর্ত করে থাকতে খুব ভালোবাসে। অনেক সময় বাঁশের ফাঁপা কাণ্ডেও সাপ ঢুকে বসে থাকে!
জুঁই, কন্টকযুক্ত ও রসালো পাতাওয়ালা গাছ
এই ধরনের গাছে ঘন পাতা, কাঁটা আর প্রচুর ফাঁকা জায়গা থাকে, যেগুলো বর্ষাকালে সাপেদের আশ্রয় নিতে সাহায্য করে। বিশেষ করে ফুলের গাছ ও ঝোপগুলো নিয়মিত ছাঁটাই ও পরিস্কার না করলে, সমস্যা বাড়তে পারে।
আরও পড়ুন: রাতে ঘুমের সময় মোবাইল ফোন কতটা দূরে রাখা উচিত?
নিম গাছ
নিমের শুকনো পাতার গাদায় উষ্ণ ও সুরক্ষিত আশ্রয় পায় সাপেরা। তাই বাড়ির চারপাশে নিম গাছ থাকলে, তার নিচের এলাকা নিয়মিত ঝেঁটে পরিষ্কার রাখুন।
এছাড়া ল্যান্টানা, চম্পা, লেবু, অপরাজিতা, রাবার গাছ, সাইপ্রাস, চন্দন গাছ, ওক গাছের আশেপাশে সাপের উপস্থিতি বেশি দেখা যায়, কারণ এই গাছগুলো সাপকে আকর্ষণ করে। তবে অনেকেই মনে করেন এসব গাছের বা ফুলের গন্ধে বিমোহিত হয়ে সাপ গাছের কাছে আসে। এই ধারণা কিন্তু একেবারেই ভুল।
এমএল/