শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠানোয় পাক প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান বলে জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
শুক্রবার (১৫ এপ্রিল)ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
অভিনন্দন বার্তার উত্তরে শাহবাজ শরিফ লিখেছেন, ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন আমাদের দুই দেশের মানুষকে সংযুক্ত করছে, তার গভীর শিকড়ে রয়েছে আমাদের ভাগ করা ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও অভিন্ন স্বার্থ।
শাহবাজ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আরও লিখেছেন, দুই দেশের উন্নত ভবিষ্যতের জন্য এবং আমাদের অঞ্চলে টেকসই শান্তি ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি।পাশাপাশি বাংলাদেশের জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।
এর আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

আ. লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব: উপদেষ্টা মাহফুজ

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন ড. ইউনূস
