আবু সাঈদ হত্যা: অভিযোগ গঠনের আদেশ আজ, ট্রাইব্যুনালে ৬ আসামি হাজির
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৫২ এএম, ৬ই আগস্ট ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ বুধবার (৬ আগস্ট) দেওয়া হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন।
এরই মধ্যে মামলার গ্রেপ্তার থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী,
রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।
আবু সাঈদ হত্যার ঘটনার মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল।
প্রসঙ্গত, গত ২২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করা হয়।
এদিকে, আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় আটজন এবং লক্ষ্মীপুরের একটি মামলায় তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।