ফায়ার সার্ভিসে কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৫ পিএম, ৬ই আগস্ট ২০২৫

ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে ১ জন পরিচালককে বদলি জনিত এবং ৪ জন উপ-পরিচালক ও ১ জন সহকারী পরিচালককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওহিদুল ইসলাম। পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ ছালেহ উদ্দিন বিদায়ী কর্মকর্তাদের নিয়ে স্মৃতিচারণা করেন।
বিদায়ী অতিথি হিসেবে সাবেক পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক উপ-পরিচালক দিনমনি শর্মা, মামুন মাহমুদ, মোঃ মনিরুজ্জামান, মোঃ নইমুল আহছান ভূঁইয়া এবং সহকারী পরিচালক (ক্রয় ও স্টোর) মনোরঞ্জন সরকার বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মৃতির নিদর্শন হিসেবে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের এমডি লেঃ কর্নেল মোঃ আনওয়ার উদ্দিন (অবঃ)সহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসডি/