যানজটে নাকাল রাজধানীবাসী, বিএনপির দুঃখ প্রকাশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৭ এএম, ৭ই আগস্ট ২০২৫


যানজটে নাকাল রাজধানীবাসী, বিএনপির দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত

বিএনপির বিজয় র‍্যালি চলাকালে রাজধানীবাসীর যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বুধবার (০৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেন তিনি।


আরও পড়ুন: ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান


তিনি বলেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। মঙ্গলবার (৫ আগস্ট) ছিল ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি। আজ (বুধবার) ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। এই বিজয় র‌্যালিতে অসংখ্য মানুষের সমাগম হয়। বিজয় র‍্যালি চলাকালে রাজধানীবাসীকে রাস্তায় যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়।


বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় র‍্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্খিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এমএল/