বিপ্লবের পথে এক নিঃশব্দ মুহূর্ত হারানো ছবি খুঁজে পেলেন নাহিদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩০ পিএম, ৭ই আগস্ট ২০২৫


বিপ্লবের পথে এক নিঃশব্দ মুহূর্ত হারানো ছবি খুঁজে পেলেন নাহিদ
নাসির উদ্দীন পাটোয়ারী ও নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের রাজনীতিতে ঘটে যাওয়া অস্থিরতা, আন্দোলন ও গণজাগরণকে ঘিরে এখনও অনেক অজানা অধ্যায় সামনে আসেনি। এমনই একটি মুহূর্ত আবারও আলোচনায় উঠে এসেছে, যখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার পুরনো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।


ছবিটি ২০২৪ সালের ২৩ জুলাই, গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাওয়ার সময় তোলা হয়েছিল। সে সময় চলমান আন্দোলন স্থগিত করার ঘোষণার জন্য ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান নাহিদ।


বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 


ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন, ‘২৩ জুলাই, ২০২৪, গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোটার্স ইউনিটে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়। সাথে নাসির ভাই। যেই সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত হওয়ার কথা ছিল। (ছবিটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, যিনি তুলেছেন এবং আপলোড দিয়েছেন তাকে ধন্যবাদ)।’


নাহিদ ইসলামের শেয়ার করা পোস্টের কমেন্টের ঘরে মহিবুল্লাহ সিফাত লেখেন, ‘আহ! জুলাইয়ের সেই দিন গুলো।আপনি সহ বেশ কয়েকজনরে নিয়ে খুব ভয়ে থাকতাম।’ 


রাহাত ইসলাম নামে একজন লেখেন, ‘আপনার আপনাদের অবদান আমরা চিরজীবন স্মরণে রাখব। জুলুমের শিকল ভেঙ্গে মাজলুম জাতীকে মুক্তির দিশারি আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা।’ 


আবু বকর সিদ্দিক লেখেন, অনেকেই নাসির ভাইয়ের অবদান নিয়ে প্রশ্ন তোলে, তারা দেখুক নাসিরউদ্দিন পাটোয়ারী কে! দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম যোদ্ধা।


এসডি/