নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ এএম, ১০ই আগস্ট ২০২৫

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার (৯ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে ৯ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো ছুরি, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানান, এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো, এমনকি কুরিয়ারের মাধ্যমে ফ্রি হোম ডেলিভারিও করা হতো। কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছেই মূলত এসব অস্ত্র পৌঁছে যেত।
তিনি আরও জানান, গত দুই দিনের ধারাবাহিক অভিযানে নিউ মার্কেটের দোকান ও গুদাম থেকে উদ্ধার হওয়া এসব অস্ত্র কোনো গৃহস্থালির কাজে ব্যবহার হয় না। বরং সাম্প্রতিক সময়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হয়েছে। অভিযানে আটক ব্যক্তিরা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এছাড়া চলমান অভিযানে এখন পর্যন্ত ৩০৬টি আগ্নেয়াস্ত্র, ৮ হাজারের বেশি গুলি এবং ৫৩৮টি ধারালো অস্ত্র উদ্ধার করে বিভিন্ন থানায় জমা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সেনা কর্মকর্তা। ব্যবসায়ী সমাজকে সতর্ক করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এসব ধারালো অস্ত্র বিক্রি না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরএক্স/