Logo

পেছনে ছিল ধোঁয়া ও লাশ, সামনে ছিল সত্য

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ২৪:২১
77Shares
পেছনে ছিল ধোঁয়া ও লাশ, সামনে ছিল সত্য
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ১৭ জুলাই আমার জীবনের সেই দিন, যেদিন বেঁচে ফিরেছি শুধু শরীর নিয়ে, মন নয়।

বিজ্ঞাপন

২০২৪ সালের ১৭ জুলাই আমার জীবনের সেই দিন, যেদিন বেঁচে ফিরেছি শুধু শরীর নিয়ে, মন নয়।

সকালটা ছিল একেবারে স্বাভাবিক। মোবাইল হাতে নিয়ে খিলগাঁও থেকে রওনা হয়েছিলাম পল্টনের দিকে।

বিজ্ঞাপন

কিন্তু কিছুদূর এগোতেই বুঝলাম এ পথ আর ফিরে যাওয়ার পথ নয়। রাস্তাটা যেন রূপ নিয়েছে এক চলন্ত কবরখানায়। চারদিকে শুধু লাশ... রক্ত... চিৎকার... আর ধোঁয়ার কুন্ডলি।

বিজ্ঞাপন

সাংবাদিক পরিচয় সেদিন আমার ঢাল হতে পারেনি। পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, রাবার বুলেট—সব পেরিয়ে আমি শুধু ছুটেছি সত্যের দিকে।

কারণ আমি জানি, কেউ না কেউ তো ইতিহাসকে লিখে যাবে। আর সেই কেউটা আমি নিজেই হতে চেয়েছি।

বিজ্ঞাপন

একটা বাড়ির জানালা দিয়ে যখন রাস্তায় তাকিয়েছিলাম, মনে হয়েছিল এই শহরটা আজ আর মানুষ রাখে না, শুধু লাশ রাখে। তবু থামিনি।

বিজ্ঞাপন

আমার সঙ্গে ছিল আরেক সাহসী সহযোদ্ধা—জান্নাতুর রহমান। গুলির মাঝেও তার হাতে ছিল ক্যামেরা, চোখে ছিল আগুন। আমি বলেছিলাম, 'এগিয়ো না।' সে বলেছিল, “সত্যকে পেছনে রেখে কেউ নিরাপদ থাকতে পারে না।”

সেদিনই বুঝেছি এই পেশা শুধু পেটের দায় নয়, আত্মার দায়িত্ব। আমরা রাজপথে ছিলাম শুধু খবর তোলার জন্য নয় সময়ের সাক্ষ্য রাখার জন্য।

বিজ্ঞাপন

ভয়ে গা শিউরে উঠেছে, চোখে জল এসেছিল তবু পিছু হটিনি। কারণ মৃত্যুর থেকেও বড় ভয় ভুলে যাওয়া। আমরা দাঁড়িয়ে থেকেছি, যাতে কেউ ভুলে না যায় এই সময়, এই কান্না, এই লাশের শহর।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD