নিহত ৬ সাংবাদিকের স্মরণে মুক্তগণমাধ্যম মঞ্চের আলোচনা সভা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৯ পিএম, ৩রা আগস্ট ২০২৫


নিহত ৬ সাংবাদিকের স্মরণে মুক্তগণমাধ্যম মঞ্চের আলোচনা সভা
ফাইল ছবি।

২৪’শের উত্তাল জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত ৬ সাংবাদিকের দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে মুক্তগণমাধ্যম মঞ্চ।


শনিবার (৩ আগস্ট) রাজধানীর পল্টন এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শিমুল পারভেজ। বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল্লাহ মুজুমদার, এস এম নাসিম, নিথর মাহবুব ও আলেয়া খাতুন।


বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দায়িত্ব পালনরত অবস্থায় ছয়জন সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এক বছর পার হলেও রাষ্ট্র তাঁদের আত্মত্যাগের কোনো স্বীকৃতি দেয়নি, বিচারপ্রক্রিয়াও শুরু হয়নি। আমরা দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জোর দাবি জানানো হয়।


নিহত সাংবাদিকরা হলেন: আবু তাহের মুহাম্মদ তুরাব, তাহির জামান প্রিয়, হাসান মেহেদী, সোহেল আখঞ্জী, শাকিল হোসাইন এবং প্রদীপ কুমার ভৌমিক।


বক্তারা আরও বলেন, এই সাংবাদিকরা কেবল তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তাঁদের ওপর গুলি চালানো ছিল স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আর কেউ সাহস করে মাঠে নামতে চাইবে না।


১) তিন দফা দাবি উপস্থাপন, সভা শেষে মুক্তগণমাধ্যম মঞ্চের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উপস্থাপন করা হয়:


২) নিহত সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মরণোত্তর সম্মাননা প্রদান।দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন।


৩) নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক সহায়তা ও পুনর্বাসন কর্মসূচি চালু।সভায় ‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে একটি বিশেষ আলোচনা সভা আয়োজন এবং একটি স্মারক ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়।


এসডি/