Logo

ছাত্রদলের সমাবেশে উত্তর সিটি দিয়েছে টয়লেট, দক্ষিণ সিটি পানি

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৫, ২৪:৩৪
43Shares
ছাত্রদলের সমাবেশে উত্তর সিটি দিয়েছে টয়লেট, দক্ষিণ সিটি পানি
ছবি: সংগৃহীত

ছাত্রদলের রাজনৈতিক সমাবেশকে ঘিরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন যে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ছাত্রদলের রাজনৈতিক সমাবেশকে ঘিরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন যে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসিত হয়েছে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টার পর দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে শাহবাগ মোড় ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে পানি ছিটানো হয়। বারডেম হাসপাতাল, বিএমইউ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথ সংলগ্ন এলাকাগুলোতেও এই ব্যবস্থা নেওয়া হয়। এতে সমাবেশস্থলে ধুলাবালি কমে যায় এবং গরমের মধ্যে পথচারী ও অংশগ্রহণকারীরা খানিকটা স্বস্তি পান।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন শাহবাগ ফুল মার্কেট ও শিশুপার্ক সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করে। ফলে দূরদূরান্ত থেকে আগত নেতাকর্মীরা সহজেই প্রাকৃতিক প্রয়োজন মেটাতে সক্ষম হন। ভ্রাম্যমাণ টয়লেটের এই উদ্যোগকে ‘মানবিক ও সময়োপযোগী’ বলে মন্তব্য করেছেন সমাবেশে অংশ নেওয়া অনেকেই।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার এই দুই সিটি করপোরেশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যদি সিটি করপোরেশনগুলো এমনভাবে সহায়তা করে, তাহলে জনদুর্ভোগ কমবে এবং কর্মসূচির পরিবেশও থাকবে শৃঙ্খলিত।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD