গাইবান্ধায় ট্রাকচাপায় নিহত ৩
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫২ পিএম, ১২ই আগস্ট ২০২৫

গোবিন্দগঞ্জের দিনাজপুর আঞ্চলিক সড়কে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌরসভার খলসী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিয়ারাপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), ১৯ দিনের শিশু মো. পরাগ মিয়া এবং নূর নব্বী মহুরী (৫৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ/