সারাদেশে যুব দিবস উদযাপন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৬:৫৩ পিএম, ১২ই আগস্ট ২০২৫

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে সারাদেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপন হয়েছে।
প্রযুক্তিনির্ভর দক্ষ যুবশক্তি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দিবসটিতে শপথ বাক্য পাঠ, র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, অনলাইন কুইজ প্রতিযোগিতা, প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান এবং সনদপত্র বিতরণ করা হয়।
ময়মনসিংহ ব্যুরো : মঙ্গলবার (১২ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল- “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
দিবসটি উপলক্ষ্যে সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত শহরের জুলাই চত্ত্বর, টাউন হল প্রাঙ্গণ হতে জেলা পরিষদ ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপারের প্রতিনিধি বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ,জেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যক্ষ মুহাঃকামরুল হাসান মিলন প্রমুখ।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, বাংলাদেশ বিশ্বের সেই সৌভাগ্যবান দেশগুলোর একটি, যেখানে জনসংখ্যার একটি বড় অংশ হলো যুব সমাজ। আমাদের যুবকদের প্রাণশক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তাদেরকে কিছু মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন- যেমন কম্পিউটার স্কিল, ভাষা দক্ষতা, ইংরেজি ভাষাজ্ঞান এবং সাধারণ জ্ঞান। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বিশ্বব্যাপী নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে।
সভাপতি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি হচ্ছে পরিবর্তনের মূল চালিকাশক্তি। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের যুবকদের স্বাবলম্বী হতে হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে। প্রিয় যুবসমাজ, তোমরাই বাংলাদেশের স্বপ্ন পূরণের কারিগর। তোমাদের প্রতিটি সৎ উদ্যোগ, প্রতিটি উদ্ভাবনী চিন্তা, প্রতিটি অবদানই আগামী দিনের বাংলাদেশকে আরও শক্তিশালী, উন্নত ও মর্যাদাপূর্ণ করে তুলবে।
স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মধ্যে চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পিরোজপুর : পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, পুরস্কার ও সনদপত্র প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং রক্তদান কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল হাই মল্লিক এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী,পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়,পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ,সিনিয়র সাংবাদিক মোঃ মনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এই আয়োজনের মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের প্রযুক্তিনির্ভর দক্ষতা ও সামাজিক অংশগ্রহণে আরও কার্যকর ভূমিকা পালনে উৎসাহ দেওয়া হয়।
খুলনা ব্যুরো : যুব সমাবেশ, শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ফলদ বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে (মঙ্গলবার) খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।
দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলনকক্ষে শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বিনির্মাণে চায় যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরুণ-যুব জনগোষ্ঠী প্রায় এক-পঞ্চমাংশের মতো। যুবকদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য সরকার ও উন্নয়ন সহযোগীদের যথাযথভাবে যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে। তাবেই তারুণ্যের শক্তি জাতীয় উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তর হবে।
খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম, সাইফ নেওয়াজ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. পারভেজ মোল্যা। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান শেষে খুলনার দুইটি মেট্রোপলিটন ইউনিট থানা ও জেলার ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৫১ জন যুব পুরুষ ও ৬০ জন যুব মহিলার মাঝে এক কোটি ১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ৩৬টি ফলদ বৃক্ষরোপণ করা হয়।
কুড়িগ্রাম : নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় কুড়িগ্রাম যুব ভবনের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি যুব ভবন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় যুব ভবনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মমিনুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন, কুড়িগ্রাম জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জেলা বিএনপির ২ নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম যুব শক্তির আহ্বায়ক এম. রশিদ আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল) মো. আব্দুর রহিম। বক্তারা বলেন, চরাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে যুব সংগঠনের মাঝে স্কেট বিতরণ করা হয়। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত আশিকুর রহমানকে ৭৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
লালমনিরহাট : লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। লালমনিরহাট যুব ভবন হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে, নজীর, জঅওঝঊ প্রকল্প ও পিকেএসএফের সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. রাসেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, লালমনিরহাট এগ্রিকালচারের উপপরিচালক প্রনয় বিষান দাস,লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। শপথ বাক্য পাঠ করান লালমনিরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সবুজ মিয়া।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। পরিশেষে যুব উন্নয়ন ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
মৌলভীবাজার : মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসনের প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় তিনি বলেন, যুব সমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এছাড়াও, তাদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে। একটি দক্ষ যুব সমাজ একটি সমৃদ্ধশালী দেশ গঠনে অপরিহার্য। যুব সমাজ যত বেশি দক্ষ হবে দেশ তত সমৃদ্ধির দিকে অগ্রসর হবে। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।তবেই এগিয়ে যাবে যুবসমাজ, এগিয়ে যাবে দেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।এছাড়াও সভায় বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো. মেহেদি হাসান, সাংবাদিক হোসাইন আহমদ, রুপান্তর এর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার এর কো-অর্ডিনেটর হাসান তারেক, রংধনুর সাতরং এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ উজ্জল, প্রশিক্ষনার্থী ঝুমা আক্তার, সুশান্ত লস্কর, সফল আত্মকর্মী হাসানুল বান্না সজীব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে সদর উপজেলার ১৭ জন যুবদের মধ্যে ১৯ লক্ষ ১০ হাজার টাকাসহ মৌলভীবাজার জেলায় সর্বমোট ৪০ লক্ষ ১০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনকারী প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র এবং ৩ জন সফল আত্মকর্মী যুব এবং ১ জন সফল সংগঠককে সফলতা সনদ বিতরণ করা হয়।
এছাড়াও গোমড়াস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে ৩৬ টি গাছের চারা রোপন করা হয় এবং যুবদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে পুরো ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়।
নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজীব চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) মো. ফরহাদ হোসেন।
বক্তারা এ সময় বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষ যুবশক্তি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুবসমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে এই ঋণ ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে উপজেলার বিভিন্ন এলাকার যুবকদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
প্রযক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আলোচনা সভা। অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে গোপালগঞ্জ জেলা যুবউন্নয়ন থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ জনের মধ্যে সনদ ও ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, যুব ঋণের চেক বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালিদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, জাতীয় যুব পুরুস্কার প্রাপ্ত সংগঠক আবু সায়াদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে যুব সংগঠক মহসিনা সহ অনেকে বক্তব্য রাখেন।
পাকুন্দিয়া কিশোরগঞ্জ : প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে পাকুন্দিয়া আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ আগষ্ট মঙ্গলবার সকাল সারে এগারোটা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ঈদ্রস আলী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শ্যামল দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম।
উদ্বোধন শেষে উপজেলা বিভিন্ন যুব সংগঠনের সংগঠকদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাকুন্দিয়া উপজেলা হল রুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ ও বিগত সময় প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল যুব সংগঠকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের মতো বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদফতর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠন ভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।
গলাচিপা (পটুয়াখালী): আত্ম উন্নয়নে যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করতে পারলে আগামী বাংলাদেশ স্বনির্ভর হবে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গলাচিপা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “প্রযুক্তি নির্ভরশক্তি বহুমাত্রিক অংশীদারীত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যের আলোকে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার চত্বর থেকে যুব রেলি, আলোচনা সভা এবং প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক সনদপত্র যাতায়াত ভাতা ও পরিবহন ব্যাগ প্রদান করা হয়েছে।
রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে যুব উন্নয়ন অফিসার মো. ফোরকান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং ঋণের অর্থের চেক সনদপত্র বিতরণ করেন উপজেলার সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
তিনি যুবক-যুবতীর উদ্দেশ্যে বক্তব্যে বলেন আমি, আমরা যদি ভালো থাকি তবে বাংলাদেশ ভালো থাকবে। এছাড়া তিনি আরো বলেন যুবক-যুবতীরা যদি বর্তমান বিশ্বে নিজেদেরকে আর্থিক ভাবে প্রতিষ্ঠা অর্জন করতে পারে তাহলে প্রযুক্তি নির্ভর যে সমস্ত ট্রেড রয়েছে সেই প্রশিক্ষণ নিয়ে সরকারের সহায়তা যুব উন্নয়ন দিয়ে দেশ এবং বিদেশে কর্মসংস্থান করে দেশ এবং নিজেকে উন্নতি করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন, পরিসংখ্যান অফিসার মো. মাসুদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।
আলোচনার মধ্যে যুব প্রশিক্ষণ ও যুব ঋণ নিয়ে সাফল্য অর্জন কারীদের মধ্যে বক্তব্য রাখেন যুব নারী সদস্য স্বপ্না আক্তার ও মো. আব্দুল মজিদ। উল্লেখ্য যে গলাচিপা যুব উন্নয়ন অধিদপ্তর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ৩০ জন সদস্যকে ১৯ লাখ ৯০ হাজার টাকা যুব ঋণ সহ যাতায়াত খরচ বাবদ ৩০ হাজার টাকা প্রদান করেন। আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীবরদী'র আয়োজনে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়য় কর্মকর্তা আব্দুল মজিদ।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, এনসিপি শ্রীবরদী উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান মাষ্টার, আত্মকর্মী শামীম আহমেদ। আলোচনা শেষে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট ) সকাল ১০ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনাসভা, চেক বিতরণ ও সনদ বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) ফারজানা ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মুসাবব্বির হুসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক,প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক এম এ মান্নান সহ প্রমুখ।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোরশেদ আলমের পরিচালনায় বক্তৃতা করেন সুবিধাভোগী উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামের সফল গরু খামারী শাহিনুর রহমান, রামকৃঞ্চপুর গ্রামের আরাফাত রহমান পৌর এলাকার বিশ্বাসপাড়া গ্রামের বাবলুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রশিক্ষণ প্রাপ্ত সুবিধাভোগী যুবক ও যুবতী উদ্যোক্তারা। (এবারের শ্লোগান- প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগগতি),যুব শক্তিই উন ্নয়নের উৎস, তারাই জাতির প্রাণ প্রবাহ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবতী জানান, প্রতি বছরের ন্যায় এবারো প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে। ৯ জন যুব ও যুবতীর উদ্যোক্তার মাঝে, দুগ্ধখামার, মাছ চাষ ও গরু-ছাগল মোটাতাজা করণের জন্য ১৪ চৌদ্দ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
দুমকি (পটুয়াখালী): জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুমকিতে আলোচনা সভা যুব ঋনের চেক ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা হল রুমে যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আবুজর মোহাম্মদ এজাজুল হক। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসেন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির, কারিগরি
ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক জামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং ৭ জনকে ৬ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
কোটালীপাড়া(গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ লাল শাপলা হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় কোটালীপাড়া যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মো. মাসুম বিল্লাহ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাইল, বাংলাদেশ ইসলামি আন্দোলন কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম সহ যুব নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজীব চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) মো. ফরহাদ হোসেন।
বক্তারা এ সময় বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষ যুবশক্তি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুবসমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে এই ঋণ ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে উপজেলার বিভিন্ন এলাকার যুবকদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন (ভোলা) : ভোলা বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। তিনি প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, যুব সমাজকে প্রশিক্ষিত করতে পারলে স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থান তৈরি করে জীবনের মানোন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে ২ জন যুবকের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং প্রশিক্ষণরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লংগদু: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি” এই স্লোগানে উপজেলা পরিষদের সামনে থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে র্যালিউত্তর এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন মিজি’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন লংগদু ফায়ার সার্ভিসের প্রতিনিধি, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন তার বক্তব্যে বলেন, দেশের ক্লান্তিলগ্নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে একটি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের যুব সমাজের কর্মপ্রচেষ্টা আগামী দিনের উজ্জল সম্ভাবনা ও সমৃদ্ধি বয়ে আনবে। তাই সকলকে সাবলম্বি ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে অর্থনৈতিক ভুমিকা রাখতে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ গ্রহনকারী বেকার যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
চাঁদপুর:‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহন, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভাসহ এসব কর্মসূচির যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। মিছিল মিটিং করে এর পরিবর্তন করা যায় না। করোনার সময় মানুষ যখন ঘরবন্দি ছিল, তখন এই যুবকরাই ভূমিকা রেখেছে। গত বছরের বন্যায়ও যুবকরা ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনে সড়কে যুবকদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। অপরাধের সাথে সম্পৃক্ত যুবকদের আমরা চাই না। আমরা চাই সেই যুবক, যে যুবক সমাজ, দেশ ও জাতি কল্যাণে কাজ করবে।
তিনি আরো বলেন, যৌবন থাকতে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কফিল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।
জেলা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত সফল যুবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাউফল: পটুয়াখালীর বাউফলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উৎযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সারে ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম হল রুলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতিকুল ইসলাম, বাউফল প্রেসক্লাব সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, উপজেলা এনজিও সমন্যয়কারী আব্দুল খালেক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক এম সাইদুর রহমান, প্রশিক্ষনার্থী জহিরুল ইসলাম সহ অন্যান্যরা।
রূপসা: প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ,যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। রূপসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান শেখ ও মো. নাহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, রূপসা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব প্রামানিক, খুলনা জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন শেখ, ছাত্রপ্রতিনিধি তামিম হাসান লিয়ন, সাংবাদিক রাজু আহম্মেদ খান শহীদ, ইউসা মোল্যা, এম মুরশীদ আলী, যুব উন্নয়ন দপ্তরের শাহ মো. আনিস হোসেন,সোনিয়া খাতুন,রজত মালাকার, অংশু মল্লিক, হাসান রশিদ মিনা, আল আমিন, লিপন, দিবা রানী দাস, মেরিনা খাতুন, নান্নু শেখ, আবদুল্লাহ প্রমূখ।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ
বুড়িচং: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
১২ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। তিনি বলেন, “বর্তমান যুগে প্রযুক্তি-নির্ভর দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমাদের যুব সমাজকে সৎ, কর্মঠ ও উদ্ভাবনী হতে হবে।”
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “যুব সমাজই দেশের শক্তি। তারা যদি সঠিক দিকনির্দেশনা পায়, তবে জাতি আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।”
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জামায়াত নেতা মো. আব্দুল আউয়াল, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি মো. নুরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি আরিফ আহমেদ মাহাদী ও মো. রিফাত হোসেন ও জাগো নারী যুব সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা।
অনুষ্ঠানে ২০ জন যুব ও যুব মহিলাকে সনদ প্রদান করা হয় এবং ১২ জনকে মোট ৯ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
নড়াইলে: নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।
এ উপলক্ষে বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার শপথ পাঠ, আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ, পুরস্কার প্রদান, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ৩৬টি গাছের চারা রোপণ, স্বেচ্ছায় রক্তদান এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর নূরুন্নবী, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, উদ্যোক্তা আনজুমান শায়লা মিম, শারমিন আরা প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
ফেনী : ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যু’ব দিবস উপলক্ষে জেলা প্রশাষকের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি প্রশিক্ষিতদের চেক প্রদান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার: (১২ আগস্ট) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাষক সাইফুল ইসলাম। দিবসটির আয়োজনে ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী । সার্বিক সহযোগিতায় ফেনীতে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশিক্ষনার্থী বৃন্দ।
বাকেরগঞ্জ: প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার(১২ আগষ্ট) বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বাকেরগঞ্জের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে বাকেরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিনের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এছাড়া আরও বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ভেটিরিনারি সার্জন ডাক্তার মো.আমিরুল ইসলাম সোহাগ,থানা তদন্ত কর্মকর্তা সুরজীত বড়ুয়া, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ সভাপতি জাকির জোমাদ্দার, সাংবাদিক জিয়াউল হক জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শপথ গ্রহণ, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য দুই জন যুবকে দুই লাখ টাকার যুব ঋণের চেক ও একজন সফল আত্মকর্মীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মোরেলগঞ্জ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভাকক্ষে র্যালী শেষে যুব সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণী সভায়
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. ইকতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন,যুব সংগঠক আবুল কালাম খান,আত্মকর্মী নাইম ও রাকিবসহ সাংবাদিকবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও প্রকৌশলী মো. মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ,রেডক্রিসেন্ট যুব ইউনিট, বিভিন্ন সামাজিক সংগঠন, বেসরকারি এনজিও সংস্থা।
অনুষ্ঠানে যুব ও যুব মহিলাদের শপথ বাক্য পাঠ করান মাশরাফি আকিব। অনুষ্ঠান শেষে মৎস্য চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে দুইজন উদ্যোক্তাদের মোট ৩ লাখ টাকার ঋণ সহায়তার চেক বিতরণ করা হয়। উপজেলার পুটিখালী ইউনিয়নের গাজীরঘাট এলাকার গাজী মো. রাকিব এবং পুটিখালীর বাটখালী গ্রামের মাহাবুবুল হাসান নাইমসহ প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
অপরদিকে বায়োগ্যাস বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করায় ছোলমবাড়ীয়ার মাসুদ রানা ও রাগিবুল ইসলাম রাজীবকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
নাচোল: দায়সারাভাবে পালন করা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস। যুব দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ পায়নি উপজেলা পর্যায়ের কোন দলের নেতা, যুবকেরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও।
শুধুমাত্র যুব উন্নয়ন সমিতির আওতাধীন ঋণগ্রহীতারা এবং হাতেগোনা কয়েকজনকে নিয়ে উপজেলা পরিষদের আম চত্বর ঘুরে বর্ণাঢ্যর্ র্যালী শেষ করে মিনি কনফারেন্স রুমে জাতীয় দিবস দায়সারা ভাবে পালন করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
সচরাচর উপজেলা প্রশাসন তথা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আয়োজনে বিভিন্ন সভা সেমিনার কিংবা জাতীয় দিবসগুলোতে সকল দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং জন প্রতিনিধিদের উপস্থিতিতে পালিত হয়ে থাকে। তবে ১২আগস্ট মঙ্গলবার নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব ও আন্তর্জাতিক উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনায় এধরনের কাওকে চোখে পড়েনি । যুব উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে কাউকে আমন্ত্রণ দেয়া হয়নি বলেও জানান তারা।
নাচোল উপজেলা বিএনপি দলের সভাপতি এম,মজিদুল হক বলেন আমাদের কোন দাওয়াত করেনি, জানতে পারলে আমি যেতে না পারলেও আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতাম। জাতীয় যুব দিবস একটি গুরুত্বপূণ দিবর্স।
বিএনপি সাবেক নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন বলেন আমাদের দলের কাওকে না জানিয়ে দায়সারা ভাবে পালিত করেছে জাতীয় যুব দিবস। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলাম জানান তারাও কোন চিঠি পাননি। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন যে, কোন চিঠি বা ফোনেও জানাননি তারা। এদেরকে কি বলবো আর। এছাড়াও বিভিন্ন দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলেন যে, প্রশাসনের সব অনুষ্ঠানে দাওয়াত দেয়া হলেও যুব দিবসের অনুষ্ঠানে কোনো দাওয়াত পাইনি।
সরকারের একটা সফল মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর আর যুবরাই সরকারের সফলতার অংশীদার সেখানে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।
কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব ও ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু বিশ্বাস বলেন, জনপ্রতিনিধি হিসেবে সব সময় প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ পাই কিন্তু যুব দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাইনি।
এবিষয়ে নাচোল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. পারভেজ আলী বলেন, কোন দলকে ইনভাইট করার নির্দেশনা ছিলনা। আর যদি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা কোন সাংবাদিকে চিঠি না করে থাকে এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন আমি নাচোল ও গোমস্তাপুর দুই উপজেলায় দ্বায়ীতরত আছি। আমি আজ নাচোল অফিস সহকারীদের দায়িত্ব দিয়ে গোমস্তাপুর উপজেলার প্রোগ্রামে রয়েছি।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে যুব উন্নয়ন কর্মকর্তা সাথে যোগাযোগ করতে বলেন।
এসডি/