ঢাকায় জন্মাষ্টমী উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৬ পিএম, ১২ই আগস্ট ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব জন্মাষ্টমীর নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমী শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তৃতা করেন তিনি।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য ডিএমপি প্রতিবছরই ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকে, এবারের ক্ষেত্রেও তা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি
সভায় ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন। সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নিরাপত্তার পাশাপাশি সভায় মন্দিরগুলোতে উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপন, শোভাযাত্রার সময় নির্ধারণ, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন এবং অন্যান্য ধর্মের অনুভূতির প্রতি সম্মান প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন
উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব জন্মাষ্টমী ঢাকা মহানগরীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এদিন রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে, যাতে অংশ নেবেন বিভিন্ন বয়সী হাজারো ভক্ত ও অনুরাগী।
এমএল/