ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ১৩ই আগস্ট ২০২৫

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঋণ খেলাপি ব্যক্তিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব ঋণ খেলাপিদের শনাক্ত করা। তবে সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডারের কারণে। মহীউদ্দীন খান আলমগীর এই ঋণখেলাপি বিষয়ে ইতিমধ্যেই পাঁচ বছর ব্যয় করেছেন।’
নির্বাচনে কালো টাকা রোধের পদক্ষেপ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কালো টাকার ক্ষেত্রে দুটি বিষয় আছে—উৎস এবং প্রসেস। উৎস আগের তুলনায় এখন বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। আগে ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, সংবাদপত্র, ফ্ল্যাটের মালিক সব একই ব্যক্তি হতেন, এখন তা ঘটছে না। বর্তমানে কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন মূলত রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভরশীল। যদি রাজনীতিকরা উৎসাহ দেন যে টাকা-পয়সা দিয়ে মনোনয়ন বা ভোট প্রভাবিত করা হবে, তাহলে আমি অর্থ মন্ত্রণালয় থেকে কার্যকর পদক্ষেপ নিতে পারব না।’
এসএ/