যারা রাজনীতি বা নির্বাচন করবেন,তারা কেন সরকারে : রাশেদ খান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৬ পিএম, ১৪ই আগস্ট ২০২৫


যারা রাজনীতি বা নির্বাচন করবেন,তারা কেন সরকারে : রাশেদ খান
ফাইল ছবি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, যে উপদেষ্টারা রাজনীতি ও নির্বাচন করবেন, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।


 উপদেষ্টাদের রাজনীতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, আমার প্রশ্ন হলো, ‘যে ব্যক্তিরা রাজনীতি বা নির্বাচন করবেন, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? তখন বলা হয়েছিল, যারা উপদেষ্টা হবেন, রাজনীতি ও নির্বাচন করতে পারবেন না।’


বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফেসবুক পোস্টে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান এসব কথা বলেন।


তিনি বলেন, ‘এখন আবার নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে। এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার? কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য শপথ নেননি। বরং তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য উপদেষ্টা হয়েছেন। সুতরাং জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আগে কারো পদত্যাগের সুযোগ থাকা উচিত নয়।’


‘কেউ যদি দায়িত্বের বরখেলাপ করেন, তাকে জবাবদিহির আওতায় আনতে বহিষ্কার এবং শাস্তির মুখোমুখি করা উচিত এবং তিনি যে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, দায়িত্ব পালন না করলে তার থেকে ডাবল জরিমানা গ্রহণ করা উচিত।’


এসডি/