‘কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৬ পিএম, ১৫ই আগস্ট ২০২৫


‘কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে’
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ মাহফিলে এসব কথা বলেনতিনি। শ্রমিক দল মিলাদ মাহফিলের আয়োজন করে।


আরও পড়ুন: ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর


এ সময় মির্জা আব্বাস খালেদা জিয়ার আপসহীনতার কথা তুলে ধরে বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল, তারা আজ দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়া দেশে আসছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন। 


অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান আহবান দলে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ ভীত, সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।


এমএল/