ডিএমপির সব থানায় চালু হলো অনলাইন জিডি সেবা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৪ পিএম, ১৫ই আগস্ট ২০২৫


ডিএমপির সব থানায় চালু হলো অনলাইন জিডি সেবা
ছবি: সংগৃহীত

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গত ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় অনলাইন জিডি কার্যক্রম চালু হয়েছে। 


বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী স্মার্টফোনের মাধ্যমে সহজেই জিডি করা যাবে। থানায় সরাসরি জিডির মতোই আবেদনকারী একটি জিডি নম্বর ও হালনাগাদ তথ্য পাবেন।


যেভাবে করবেন অনলাইন জিডি

১. অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করুন।

২. ডাউনলোড শেষে ‘নিবন্ধন’ অপশনে ক্লিক করুন।

৩. জাতীয় পরিচয়পত্রের তথ্য ও জন্মতারিখ দিয়ে যাচাই সম্পন্ন করুন।

৪. যাচাইয়ের পর এনআইডির ছবির সঙ্গে মিলিয়ে লাইভ ছবি তুলুন।

৫. মুঠোফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।

৬. লগইন করে ঠিকানা আপডেট করুন, ডিজিটাল স্বাক্ষর দিন এবং ই-মেইল ও মোবাইল অপারেটর তথ্য যুক্ত করুন।

৭. মোবাইল নম্বর যাচাইয়ের জন্য প্রাপ্ত ৬-সংখ্যার ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।


এরপর অ্যাপ বা ওয়েবসাইট—উভয় মাধ্যমেই একই লগইন তথ্য ব্যবহার করে জিডি করা যাবে।


জিডির ধরন

হারানো: যানবাহন, কম্পিউটার, মুঠোফোন, গয়না, পশুপাখি, চাবি, টাকা-পয়সা, ব্যাগ ও ঘড়ি ইত্যাদি।


ডকুমেন্ট: এনআইডি, জন্মসনদ, পাসপোর্ট, শিক্ষার্থী বা কর্মক্ষেত্রের আইডি কার্ড, ব্যাংক কাগজ, চালান, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, কুরিয়ার ডকুমেন্ট, পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র, জমির দলিল, ট্রেড লাইসেন্স, সঞ্চয়পত্র, পেনশন বই ও ভিসার কপি ইত্যাদি—মোট ৬৯ ধরনের কাগজপত্র।


পাসপোর্ট হারানোর ক্ষেত্রে: পাসপোর্টের ধরন, ইস্যুকারী দেশ, শ্রেণি, পাসপোর্ট নম্বরসহ চিহ্নিত ঘরগুলো পূরণ করতে হবে। সঙ্গে জরুরি যোগাযোগ, শনাক্তকরণ তথ্য, হারানোর স্থান, সময় ও ঘটনার বিবরণ উল্লেখ করতে হবে। আবেদন নিজের হয়ে করলে নিজ তথ্য, অন্যের হয়ে করলে তার তথ্য প্রবেশ করাতে হবে।


সাবমিট করার পর শর্ত মেনে ‘ওটিপি’ প্রবেশ করালে আবেদন গ্রহণ হবে এবং একটি কোড পাওয়া যাবে। প্রয়োজনে ওই কোড ব্যবহার করে জিডির কপি ডাউনলোড করা যাবে।

এসএ/