মৌলভীবাজারের সিসি ক্যামেরাগুলো বিকল, প্রশাসনের নীরবতায় বাড়ছে অপরাধ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


মৌলভীবাজারের সিসি ক্যামেরাগুলো বিকল, প্রশাসনের নীরবতায় বাড়ছে অপরাধ
ছবি: প্রতিনিধি

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপিত সরকারি ও বেসরকারি সিসি ক্যামেরাগুলোর বড় অংশ দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে আছে। শহরের ব্যস্ত সড়কগুলোতে বিদ্যুতের খুঁটিতে ঝুলছে শুধু তারের জঞ্জাল ও পরিত্যক্ত ক্যামেরা, যা এখন আর কোনো কাজে আসছে না।


এদিকে প্রতিদিনই চুরি, ছিনতাই, খুন ও সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটলেও ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করতে গিয়ে হতাশ হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ফলে অপরাধীরা প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে এবং কোন ঘটনারই রহস্য উন্মোচন করা সম্ভব হচ্ছে না।


সরেজমিনে কুসুমবাগ, ডিসি অফিস এলাকা, সরকারি কলেজ রোড, মহিলা কলেজ মোড়, চৌমুহনা, প্রেসক্লাব মোড়, বৈরিরপাড়, এস আর প্লাজা ও ঢাকা বাসস্টেশনসহ বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায়, অধিকাংশ ক্যামেরা বহুদিন ধরে নষ্ট অবস্থায় রয়েছে। কিছু স্থানে শুধুই ঝুলছে আগের বসানো তার ও ক্যামেরার ভাঙা অংশ, যেখানে মাকড়সার জাল ও ধুলা জমে রয়েছে।


নগরবাসীরা অভিযোগ করে বলেন, “প্রতিটি অপরাধের পর পুলিশ ক্যামেরার ফুটেজ নিতে গিয়ে দেখছে ক্যামেরা নষ্ট। তাহলে এসব ক্যামেরা লাগানোর উদ্দেশ্য কী ছিল?” তারা আরও জানান, দিনের পর দিন শহরে কিশোর গ্যাং, ছিনতাই ও খুনের মতো ঘটনা বাড়লেও প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।


মৌলভীবাজারের এক ব্যবসায়ী মতিন বকস বলেন, “শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সচল সিসি ক্যামেরা থাকলে অপরাধ অনেকটাই কমে যাবে। দ্রুত নষ্টগুলো মেরামত করা হোক—এটাই আমাদের দাবি।”


দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ বলেন, “বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। যেসব স্থানে ক্যামেরা নষ্ট হয়ে গেছে, সেগুলো দ্রুত ঠিক করতে হবে। তাহলে অপরাধ কমবে এবং অপরাধীরা ধরা পড়বে।”


এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন জানান, “মৌলভীবাজার শহরে আগেও সিসি ক্যামেরা ছিল। বিভিন্ন কারণে অনেক ক্যামেরা নষ্ট হয়ে গেছে। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছি। সব জায়গায় না হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত সিসি ক্যামেরাগুলো সচল করা হবে।”


আরএক্স/