মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৭ পিএম, ১৩ই আগস্ট ২০২৫

জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে জেলার অসচ্ছল ও প্রতিবন্ধী ১২জন ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগষ্ট) মৌলভীবাজার জেলা প্রশাসনের আর্থায়নে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদেও চলাচলের সুবিধার জন্য বিনা মূলে হুইল চেয়ার বিতরণ করেন।
বিতরনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর আহমদ,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা:সনজিব মৈত্য, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ;প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসডি/