লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৬ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারত
ছবি: প্রতিনিধি

খাইরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।


রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে পুশ-ইন করেছে। 


আরও পড়ুন: বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ


এ সময় ভারতের ৯৮/বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৮৪৫ এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠায়। পরে ওই পিলার থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রধানপাড়া গ্রাম থেকে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) টহলদল তাদের আটক করে।


আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের সিতারামপুর গ্রামের মো. রানু মোল্লা (৬০) এবং সুনামগঞ্জের ছাত্তারকোনা মেওরাখোলা গ্রামের মো. আবু সিদ্দিক (৫০)।


এ বিষয়ে পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, তাদের হেফাজতে রাখা হয়েছে এবং আত্মীয় স্বজনকে জানানো হয়েছে যাচাই বাছাই শেষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/