ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রদল কমিটিতে ছাত্রলীগকর্মী ও বিবাহিতরা, রাতে বিক্ষোভ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৭ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রদল কমিটিতে ছাত্রলীগকর্মী ও বিবাহিতরা, রাতে বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। 


অভিযোগ উঠেছে, সদ্যঘোষিত কমিটিতে ছাত্রলীগের সাবেক সক্রিয় কর্মী, বিবাহিত এবং অনিয়মিত ছাত্রদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পদবঞ্চিতরা শনিবার (১৬ আগস্ট) মধ্যরাতে কলেজ ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।


শনিবার (১৬ আগস্ট) রাতে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের স্বাক্ষরে ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। ক্যাম্পাসেও প্রতিবাদে সরব হন ত্যাগী নেতাকর্মীরা।


পদবঞ্চিতদের অভিযোগ, আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকা কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে “পকেট কমিটি” গঠন করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর ছাত্রলীগ থেকে সদ্য ছাত্রদলে যোগ দেওয়া কয়েকজনকেও রাখা হয়েছে কমিটিতে। এতে দীর্ঘদিন রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।


বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে। তাদের অভিযোগ, কমিটিতে স্থান পাওয়া কয়েকজনের ছবি ও ভিডিও রয়েছে যেখানে তারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও নির্যাতনেও জড়িত ছিলেন তারা।


পদবঞ্চিত ছাত্রদল কর্মী আরাফাত বলেন, “ছাত্রলীগের লোকজনকে এখন কমিটিতে রাখা হয়েছে। যারা জেল খেটেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের বাদ দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না।”


আরেক কর্মী পাভেল অভিযোগ করে বলেন, “টাকা-পয়সা খেয়ে এই কমিটি দেওয়া হয়েছে। এখানে অনিয়মিত ছাত্রকে রাখা হয়েছে, যারা সিভি পর্যন্ত জমা দেয়নি। কোনো আন্দোলনের ছবি দেখাতে পারবে না তারা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, টাকার বিনিময়ে নয়।”


তবে গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঘুমাচ্ছি, পরে কথা বলব।”

এসএ/