মুন্সীগঞ্জে কসমেটিকস কারখানায় সেনাবহিনীর অভিযান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১০ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


মুন্সীগঞ্জে কসমেটিকস কারখানায় সেনাবহিনীর অভিযান
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগ্রেডের অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প কর্তৃক সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে, মুন্সীগঞ্জে মোতায়েনরত সেনাবাহিনীর একটি দল।

 

এ সময়  শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম খানের (জোর দিঘিরপাড়) বাড়িতে ভাড়াটিয়া ইয়াসিনের নকল কসমেটিকস কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী। 


এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল।


অভিযানে সেনাবাহিনী প্রায় ৫০টি বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল মিশ্রিত কসমেটিকস আইটেম উদ্ধার করেন। এ সময় অলিভ অয়েল ছোট বড় ২০০০ বোতল, অর্গনিক হেয়ায়র অয়েল ১৫০০ বোতল, কিউট গ্লিসারিন ১২০০ বোতল, জেসমিন বডি স্পে ৮০০, হোয়াইট কিউট ক্রিম ১২০০, লেমন ফেশ স্পে ৭০০, বেবি অলিভ অয়েল ৬৫০, নিরাপদ কনডম পরিবার পরিকল্পনা অধিদপ্তর সম্পত্তি ১২ ডজন, গৌরি ক্রিম ১৪০০, লতা হারবাল ক্রিম ৮০০, জাফরান হেয়ার অয়েল ৪০০, টিউলিপ ওলি বয়েল ৩০০, হেয়ার কালার স্টার্ট ৫০ পেকেট, নুর এন্টারপ্রাইজ পাকিস্তানি ক্রিম, এলিজাবেদ-১ ক্রিম ২৫০ পিচ, অরেঞ্জ হেয়ার ওয়েল ১২০০, সুগন্ধা কেমিক্যাল ২৫ পেকেট, ড্রামে থাকা ওয়েল ৭০০ লিটার, ক্রিম তৈরির মেশিন ১টি, বিভিন্ন পন্যের খালি বোতল, খালি প্যাকেট ৫০০০টি, হেক্সিসল হ্যান্ড স্যানিটাইজেশন ৪৫০ বোতল, তিব্বত পোমেট ক্রিম ২০০ পিচ, কাশ্মির মেহেদী ২০৮৮ পিচ উদ্ধার ও জব্দ করা হয়। 


পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক ইয়াসিনকে এক মাসের জেল দেয় এবং এক হাজার টাকা জরিমানা করে। পরে কসমেটিকস তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রায় ১৫ লাখ টাকা মূল্যের কসমেটিকস ধ্বংস করা হয়।


ইয়াসিন উক্ত বাসায় ১৫ বছর ধরে ভাড়া থাকে এবং গত ১ বছর ধরে তিনি এ অবৈধ কসমেটিকস ব্যবসা পরিচালনা করে আসছে। আটককৃত ইয়াসিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহণের জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করেছে বলে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার ও মুন্সীগঞ্জ সেনা ক্যাম্প।

এসএ/