বাউবিতে তিন দিনব্যাপী ‘হিসাব-নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ শুরু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪০ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে রোববার (১৭ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা কেবল প্রশাসনিক বা হিসাব বিভাগের বিষয় নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও উন্নয়নের মূলভিত্তি। প্রতিদিনের লেনদেন, প্রকল্প ব্যয়, গবেষণা তহবিল ও সরকারি অনুদান সঠিকভাবে ব্যবস্থাপনার মধ্য দিয়েই প্রতিষ্ঠানের সুনাম ও আস্থা বৃদ্ধি পায়।”
তিনি আরও বলেন, “বর্তমানে আর্থিক ব্যবস্থাপনা বিশ্বব্যাপী দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। তাই সম্মিলিত প্রয়াসে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা বাউবিকে একটি আধুনিক ও উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, “প্রশিক্ষিত কর্মী গড়ে তুলতে পারলেই বাজেট প্রণয়ন, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ, অনিয়ম প্রতিরোধ ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো সম্ভব। এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।”
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম, ট্রেজারার, বাউবি; মো. মনসুরুজ্জামান খান, সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, হিট প্রকল্প, ইউজিসি; এবং শ্রীনিবাস চন্দ্র সাহাজি, উপপরিচালক ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিন দিনব্যাপী (১৭–১৯ আগস্ট) এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের ৪৪ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
এসএ/