কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৮ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চালককে চেতনানাশক ব্যবহারের করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে কিশোরগঞ্জ শহরের উজানভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারা হলো- গোপালগঞ্জের গোপিনাথপুর গ্রামে মৃত জসিম উদ্দিনের ছেলে হিরু শেখ (৪৫) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বিপ্লব (৪৫)
আরও পড়ুন: বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ
পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাঘপাড়া গ্রামের মো. সুলতান (৬২) অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৩ আগস্ট (রোববার) সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা কয়েকজন নেশা/বিষ জাতীয় কিছু খাইয়ে অচেতন করে তাকে পাকুন্দিয়া উপজেলা জাসে মসজিদে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পড়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করে৷। পরদিন তার অবস্থা অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে সুলতানের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মিনা আক্তার বাদী হয়ে ৮ আগস্ট পাকুন্দিয়া থানা মামলা করলে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ শহরের উজান ভাটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে অটোরিকশা বিক্রয়ের নগদ ১৮ হাজার টাকা, চোরাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার এবং চোরাই অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশি অভিযান পরিচালনা অব্যাহত আছে।
এসএ/