ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক স্থানে দুই অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৮ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক স্থানে দুই অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬
ছবি: প্রতিনিধি

মো. নাজমুল খান সুজন, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়িতে ও সিরাজিখানের নিমতলায় পৃথক দুটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। 


শনিবার (১৬ আগস্ট) ভোর রাতের প্রায় একই সময় এক্সপ্রেসওয়েতে পৃথক স্থানে এ দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হন। এই দুর্ঘটনায় হাইওয়েতে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় অসুস্থ হয়ে দুই ছাত্রীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স শ্রীনগর ছনবাড়ি ওভারব্রিজের ওপর চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ ঘটনায় আবির (৩৫) নামে একজন গুরুতর আহত হন। 


অপরদিকে সিরাজদিখানের নিমতলায় রোগীবহনকারী একটি অ্যাম্বুলেন্স অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা দিলে ৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৃথক পৃথক স্থান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। 


শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর রাতে প্রায় একই সময় দুটি দুর্ঘটনায় ৬ জন আহত হয়। এদিন লাশবহনকারী অ্যাম্বুলেন্সটি ফরিদপুরের মধুখালী যাওয়ার সময় শ্রীনগর ছনবাড়িতে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিলে একজন আহত হন। 


অন্যদিকে বরিশাল থেকে একজন হার্টে রোগী নিয়ে আসা ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি সিরাজদিখানের নিমতলায় এসে দুর্ঘটনা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ ৫ জন আহত হন। 


হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাঈম সিদ্দিকী জানান, রেকার দিয়ে অ্যাম্বুলেন্স দুটি সরিয়ে আনা হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহত কয়েকজনকে উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এসএ/