নেত্রকোনায় বিএডিসির নিহতদের মাঝে নগদ অর্থ প্রদান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ১৫ই আগস্ট ২০২৫

হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণায় বিএডিসির পুরাতন ভবনের চাঁদ ধসে চাপায় পড়ে ৩ শ্রমিক নিহত এবং আহত ৩ পরিবারের মাঝে (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রতিটি নিহত পরিবারের মাঝে নগদ ৫০ হাজার এবং আহতদের মাঝে ২৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রফিকুজ্জামান, বিডিসির প্রধান প্রকৌশলী (নির্মাণ) মুহাম্মদ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) পংকজ কর্মকার, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম ও নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান।
নিহতরা হলেন-সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) এবং নেত্রকোণা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)।
আহত মধ্যে হাসান মিয়া (৩৮), সাইফুল ইসলাম (৩৫) ও রছু মিয়া। উভয়ের বাড়ি নেত্রকোণার বিভিন্ন স্থানে।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক নিহত পরিবারের মাঝে ২০ হাজার টাকা ও আহত পরিবারের মাঝে ১০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।
এসএ/