কিশোরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২০ পিএম, ১৫ই আগস্ট ২০২৫

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট পালনের নামে নাশকতা ঠেকাতে কিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৯টা ৫৫ মিনিটে গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক মুকসুদকে আমান সরকার বাজার এলাকা থেকে এবং ৪টা ২ মিনিটের সময় হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সারোয়ার রানাকে আনুহা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে হোসেনপুর থানা পুলিশ।
এছাড়াও হোসেনপুর পৌর ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ও হোসেনপুর উপজেলার নান্দানিয়া গ্রামের নারায়ণ ডহর বাজারের ঔষধ ব্যবসায়ি ও আওয়ামী লীগের কর্মী আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সারোয়ার রানাকে এর আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সারোয়ার রানা ও ছাত্রলীগ নেতা এনামুল হক মুকসুদকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, কিশোরগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
এসএ/