আশুলিয়ায় বকেয়া বেতনের অভিযোগ, ১৫ পোশাক কারখানা ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ১৪ই আগস্ট ২০২৫

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্সে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অসন্তোষের কারণে ওই কারখানাসহ আশপাশের অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিশ্চিন্তপুর এলাকায় ওই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে বেলা দেড়টার দিকে তারা কারখানার ভেতরে জমায়েত হন। প্রতিবেদনের সময় পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছিলেন।
শ্রমিকরা জানান, বকেয়া বেতন না দিয়ে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। সকালে কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবি জানালে তারা অবরোধ শুরু করেন। তবে এখনো বেতনের দাবিতে কারখানার ভেতরে অবস্থান করছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “কারখানাটি প্রতি মাসের ৭ তারিখে বেতন পরিশোধ করে। গত মাসের বেতন পরিশোধ না করে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ আরও চার দিনের ছুটি ঘোষণা দেখার পর শ্রমিকরা আন্দোলনে নামে। বিকেলে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। বর্তমানে তারা কারখানার ভেতরে অবস্থান করছেন। পরিস্থিতি এখন কিছুটা শান্ত।”
এসএ/