অ্যাম্বুলেন্স আটকে নবজাতকের মৃত্যুর ঘটনার মূল হোতা গ্রেপ্তার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪২ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


অ্যাম্বুলেন্স আটকে নবজাতকের মৃত্যুর ঘটনার মূল হোতা গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

সালাউদ্দিন রুপম, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যুর ঘটনায় মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।


শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


গ্রেপ্তার সবুজ দেওয়ান (২৮) সদর উপজেলার ধানুকা এলাকার আবু তাহের দেওয়ানের ছেলে।


এর আগে শুক্রবার রাতে এ ঘটনায় নবজাতকের বাবা নূর হোসেন সরদার পালং মডেল থানায় সবুজ দেওয়ানসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।


মামলার এজাহার, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম গত বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর পৌর এলাকার নিউ মেট্রো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর নবজাতক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে সেদিন রাতেই তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেন পরিবার।


কিন্তু পথে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি বাধা দেয় স্থানীয় অ্যাম্বুলেন্সচালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ানসহ কয়েকজন। তারা জোর করে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের চাবি কেড়ে নেন এবং চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ থাকার পর নবজাতকটির মৃত্যু হয়।


এ ঘটনায় নবজাতকের বাবা নূর হোসেন সরদার গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়।


এ বিষয়ে র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, বিষয়টি জানার পর অপরাধীদের গ্রেপ্তারে তৎপর হই। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেপ্তার করে পালং মডেল থানায় হস্তান্তর করি। বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমরা প্রস্তুত আছি।

এসএ/