কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জুলাই যোদ্ধা অনিকের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৮ পিএম, ১৫ই আগস্ট ২০২৫


কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জুলাই যোদ্ধা অনিকের মৃত্যু
নিহত অনিক

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম অনিক (২৩) নিহত হয়েছে।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার পর করিমগঞ্জ হতে ফেরার পথে,  জঙ্গল বাড়ি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শহিদুল ইসলাম অনিক হলেন- কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের ছোট ছেলে।  অনিক একজন জুলাই যোদ্ধা ছিল। 


জানা যায়, নিহত অনিক ও তার বন্ধুদের সঙ্গে বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান 

থেকে বন্ধু আবু সাঈদের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।  তখন জাফরাবাদ বাগান বাড়ি এলাকায় অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান অনিক।


পরে স্থানীয়দের সহযোগিতায় কিশোরগঞ্জ পপুলার হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।


মোটরসাইকেল চালক কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ার টিটু মিয়ার ছেলে আবু সাঈদ গুরুতর আহত হয়ে বুকের ও কোমরের হাড় ভাঙা অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।


জুলাই যোদ্ধা অনিকের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এসএ/