প্রাণী প্রজননবিদ্যায় পিএইচডি চালুর উদ্যোগ গাকৃবির
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৭ পিএম, ১৪ই আগস্ট ২০২৫

গাজীপুর প্রতিনিধি: প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ‘থেরিওজেনোলজি’ বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। দেশের প্রাণী প্রজনন গবেষণায় এটিই হবে প্রথম পিএইচডি ডিগ্রি।
বুধবার (১৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো অডিটোরিয়ামে গাইনিকোলজি, অবস্টেট্রিকস অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের আয়োজনে কর্মশালায় প্রোগ্রাম চালুর প্রস্তাব উপস্থাপন করা হয়।
এসময় বিভাগের প্রধান প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান কর্মশালায় পিএইচডি প্রোগ্রামের প্রয়োজনীয়তা, কাঠামো ও সুবিধা তুলে ধরেন।
থেরিওজেনোলজি প্রাণীর প্রজনন ও প্রজননসংক্রান্ত রোগ নিয়ে আধুনিক গবেষণা ও জ্ঞান চর্চার একটি শাখা।
এবিষয়ে পিএইচডি চালু হলে গবাদিপশুর প্রজনন দক্ষতা বাড়িয়ে দুধ, মাংস ও প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, দক্ষ গবেষক তৈরি এবং উন্নত প্রজনন ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রমিজ উদ্দীন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
উপাচার্য তার বক্তব্যে বলেন, “গাইনিকোলজি ও রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তাই নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নের অন্যতম ভিত্তি। এই পিএইচডি প্রোগ্রাম আমাদের গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে।”
২০১৬ সালে এ বিভাগে মাস্টার্স প্রোগ্রাম চালুর পর থেকে ২৪ জন শিক্ষার্থী ডিগ্রি সম্পন্ন করেছেন এবং আরও ৮ জন অধ্যয়নরত আছেন। নতুন পিএইচডি প্রোগ্রাম চালু হলে দেশের প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে বলে কর্মশালায় মত দেন সংশ্লিষ্টরা।
এসএ/