ভেজানো বাদামের অসাধারণ গুণাগুণ, জানুন স্বাস্থ্য উপকারিতা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৭ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


ভেজানো বাদামের অসাধারণ গুণাগুণ, জানুন স্বাস্থ্য উপকারিতা
ছবি: সংগৃহীত

পুষ্টিকর খাবারের তালিকায় ভেজানো বাদামের গুরুত্ব অনেক। ব্যস্ত জীবনে সকালের নাস্তায় যদি ভেজানো বাদাম রাখা যায়, তবে তা শরীরের জন্য এনে দিতে পারে নানা উপকারিতা।


বিশেষজ্ঞরা জানান, বাদাম ভিজিয়ে খেলে হজমশক্তি বাড়ে এবং পেট সুস্থ থাকে। খোসা পানিতে নরম হয়ে রক্তচলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।


আরও পড়ুন: ঘরোয়া টোটকাই অপারেশন ছাড়াই নির্মূল হবে পিত্তথলির পাথর


এছাড়া, গুড়ের সঙ্গে ভেজানো বাদাম খেলে কোমর ও পিঠের ব্যথা উপশমে সহায়তা করে। স্মৃতিশক্তি বাড়ানো ও চোখের দৃষ্টি শক্ত রাখতেও এটি কার্যকর। দীর্ঘ সময় চোখের ওপর চাপ পড়লে ভেজানো বাদাম নিয়মিত খাওয়ার পরামর্শ দেওয়া হয়।


শুধু তাই নয়, ভাইরাল কাশি বা সংক্রমণ প্রতিরোধে ভেজানো বাদাম দারুণ সহায়ক। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দ্রুত আরোগ্যে সাহায্য করে।


আরও পড়ুন: অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে শরীরের যে ক্ষতি করছেন


গ্যাস ও এসিডিটির সমস্যাতেও ভেজানো বাদাম উপকারী। এতে থাকা ম্যাঙ্গানিজ, তামা, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম ও সেলেনিয়াম খালি পেটে খেলে আরও কার্যকর হয়।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, পরিমিত ও নিয়মিত ভেজানো বাদাম খেলে সার্বিক স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।


এএস