Logo

অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে শরীরের যে ক্ষতি করছেন

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৫, ১১:০৭
42Shares
অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে শরীরের যে ক্ষতি করছেন
ছবি: সংগৃহীত

সঠিক ভঙ্গিতে বসা- এসব অভ্যাসই এই বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক

বিজ্ঞাপন

আমাদের ব্যস্ত জীবনযাপনে পিঠ বা কোমরের ব্যথা একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসা, মোবাইল ব্যবহার বা একই ভঙ্গিতে কাজ করার কারণে মেরুদণ্ড ও পিঠের পেশীতে অনেক বেশি চাপ পড়ে। একসময় এই সমস্যা মূলত বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যেও এর হার দ্রুত বাড়ছে।

অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা শরীরের জন্য এক ধরণের মারাত্মক বিপদ। একই ভঙ্গিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ফলে মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়ে, ঘাড় ও কোমরে ব্যথা দেখা দেয় এবং চোখে চাপ ও দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি বাড়ে। রক্ত সঞ্চালন ধীর হয়ে যাওয়ায় স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ এমনকি মানসিক চাপও বেড়ে যেতে পারে। নিয়মিত বিরতিতে উঠে হাঁটা, স্ট্রেচিং করা এবং সঠিক ভঙ্গিতে বসা- এসব অভ্যাসই এই বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক।

বিজ্ঞাপন

চেয়ারে বসার সময় মেরুদণ্ড সোজা রাখুন, হাঁটু ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে রাখুন এবং পা মেঝেতে সমানভাবে রাখুন। পিঠের নিচে ছোট বালিশ ব্যবহার করতে পারেন।

বিজ্ঞাপন

ভুল করেও এভাবে থাকবেন না!

বিজ্ঞাপন

১. ভুলভাবে বসা বা দাঁড়ানো

২. দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা

বিজ্ঞাপন

৩. শারীরিক ব্যায়ামের অভাব

৪. ভারী ওজন তোলা

৫. হঠাৎ ঝুঁকে কাজ করা

বিজ্ঞাপন

মেঝেতে বসার অভ্যাস গড়ে তুলুন

বিজ্ঞাপন

মেঝেতে বসে খাওয়া বা পড়াশোনা শরীরের জন্য উপকারী। পাতলা চাদর ব্যবহার করলে মেরুদণ্ডে চাপ কমে এবং পিঠের পেশী স্বাভাবিকভাবে প্রসারিত হয়।

নিয়মিত ব্যায়াম

বিজ্ঞাপন

প্রতিদিন ১০–১৫ মিনিট মেরুদণ্ডের ব্যায়াম করুন। যেমন-

বিজ্ঞাপন

১. ক্যাট-কাউ স্ট্রেচ (নমনীয়তা বাড়ায়)

২. চাইল্ড’স পোজ (পেশী শিথিল করে)

৩. ব্রিজ এক্সারসাইজ (কোমরের পেশী শক্তিশালী করে)

বিজ্ঞাপন

ভারী ওজন তোলার ক্ষেত্রে সতর্কতা

সবসময় হাঁটু ভেঙে ওজন তুলুন, পিঠ বাঁকাবেন না এবং জিনিস শরীরের কাছাকাছি রাখুন।

চিকিৎসকের পরামর্শ

দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথা হলে অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং প্রয়োজনে এমআরআই করান।

অতিরিক্ত টিপস

প্রতি ৩০ মিনিটে কিছুক্ষণ দাঁড়িয়ে হাঁটুন। স্ক্রিন চোখের সমান উচ্চতায় রাখুন। পর্যাপ্ত পানি পান করুন ও স্বাস্থ্যকর খাবার খান।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD