ঢাবিতে ঠিকাদারি টাকা নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারি কাজের জামানতের টাকা নিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রোববার (১৭ আগস্ট) দুপুরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রাবি ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ও কবি জসীমউদ্দিন হলের আবাসিক ছিলেন।
জানা যায়, ঠিকাদারি জামানতের টাকা নিতে গিয়ে প্রক্টরিয়াল টিম তাকে আটকের চেষ্টা করলে তিনি টয়লেটে লুকানোর চেষ্টা করেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে। আজ ক্যাম্পাসে উপস্থিত হলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে বিষয়টি জানালে তাকে থানায় হস্তান্তর করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, আটক রাকিবের সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে।
এএস