মনোনয়ন জমা দিলেন জুলাই আন্দোলনে আহত সেই তন্বী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০৬ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


মনোনয়ন জমা দিলেন জুলাই আন্দোলনে আহত সেই তন্বী
সংগৃহীত ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন সানজিদা আহমেদ তন্বী, যিনি জুলাই  অভ্যুত্থানে নির্মমভাবে আহত হয়েছিলেন।


সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে, ঢাবির নবাব নওয়াব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।


সানজিদা আহমেদ তন্বী ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।


তবে তিনি গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানাতে রাজি হননি। ইশতেহার ঘোষণার পর গণমাধ্যমে কথা বলবেন বলে জানান তিনি।


এসডি