মহাখালীতে যমুনা পেট্রোল পাম্পে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

রাজধানীর মহাখালী এলাকার আরজতপাড়ায় যমুনা পেট্রোল পাম্পে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আগুন লাগে। আগুন লাগার সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আশঙ্কা জাগাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও আটটি ইউনিট সহায়তার জন্য রওনা হয়েছে।
আরও পড়ুন: সেই রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে থাকলেও, পরিস্থিতি আরও পর্যবেক্ষণাধীন। স্থানীয়রা নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এএস