মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৮ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্বামীর হাতে স্ত্রী খুন
ছবি: প্রতিনিধি।

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।


সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোজিনা আক্তার তরফপুর গ্রামের হাসমত আলীর মেয়ে এবং ঘাতক আবদুল লতিফ (৪৬) তার মামাতো ভাই। দাম্পত্য জীবনে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা মতবিরোধ চলছিল। স্ত্রীকে পরকীয়া সন্দেহের জেরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্হানীয়দের ধারণা।


স্থানীয়রা জানান, সোমবার সকালে রোজিনা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে  আসেন দুপুরের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে লতিফ ঘরের ভেতর রোজিনাকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর অভিযুক্ত স্বামী পালিয়ে যান।


খবর পেয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


গ্রামবাসীর দাবি, পারিবারিক কলহ ছিল দীর্ঘদিনের। তবে এমন নির্মম হত্যাকাণ্ড তাদের কেউ কল্পনাও করেননি।

এক প্রতিবেশী বলেন, আমরা গিয়েই দেখি রোজিনা নিথর হয়ে পড়ে আছে, কেউ কিছু বোঝার আগেই সে পালিয়ে গেছে।



এসডি/