চোখের সাজ ও যত্নে যা মেনে চলা জরুরি


Janobani

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২:৪৬ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


চোখের সাজ ও যত্নে যা মেনে চলা জরুরি
ছবি: সংগৃহীত

চোখ শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, আত্মবিশ্বাসেরও প্রতিচ্ছবি। তাই চোখের সাজ ও যত্নে রাখতে হয় বাড়তি মনোযোগ। অনুষ্ঠানের ধরন ও সময় অনুযায়ী চোখের মেকআপ বদলে যায়। সকালে হালকা সাজ, আবার রাতের অনুষ্ঠানে গর্জিয়াস লুকই হয়ে ওঠে মানানসই। তবে যেকোনো আয়োজনে চোখের জন্য এক্সক্লুসিভ লুক আনা সম্ভব কিছু সহজ কৌশলে।


চোখ সাজানোর টিপস- সাজ যেন পোশাকের সঙ্গে মানানসই হয়, পার্লারের পরিবর্তে ঘরে বসেই আই মেকআপ করা নিরাপদ, অন্যের ব্যবহৃত ব্রাশ বা ননব্র্যান্ড প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলা উচিত এবং আইলাইনারের পরিবর্তে কাজল ব্যবহার করা যেতে পারে, তবে একেবারে কোলঘেঁষে না লাগানোই ভালো।


আরও পড়ুন: যেসব রোগ হলে ডাবের পানি বিপজ্জনক, জেনে নিন এখনই!


চোখের সৌন্দর্য ধরে রাখার উপায়- চোখের নিচের কালো দাগ ও ফোলা ভাব দূর করতে শসা বা আলুর স্লাইস ব্যবহার কার্যকর, প্রতিদিন কয়েক মিনিট কাঁচা দুধের ননী ম্যাসাজ করলে ভালো ফল মেলে এবং ভিটামিন ই সমৃদ্ধ তেল বা বিশ্বস্ত ব্র্যান্ডের আই ক্রিম ব্যবহার করতে পারেন।


চোখের পাপড়ির যত্ন- মেকআপ তুলে না রেখে ঘুমানো যাবে না, অপ্রয়োজনে কৃত্রিম আইল্যাশ ব্যবহার না করাই ভালো, পাপড়ি পরিষ্কার রাখতে হবে এবং টানাটানি এড়িয়ে চলা উচিত এবং ভিটামিন ই পাপড়ির বৃদ্ধিতে সহায়ক।


আরও পড়ুন: রাতে এই এক কাপ পানীয়েই মিলবে শান্তির নিদ্রা


বিশেষজ্ঞদের মতে, শুধু আইশ্যাডো বা কৃত্রিম আইল্যাশ ব্যবহার করলেই চোখ সুন্দর হয় না। বরং সঠিক যত্ন ও পরিমিত মেকআপেই চোখ হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই চোখের স্বাস্থ্য বজায় রেখে সাজগোজ করলেই সহজেই কাড়া যাবে সবার দৃষ্টি।


এএস