হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা সিদ্দিক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪০ পিএম, ২০শে আগস্ট ২০২৫


হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা সিদ্দিক
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক এবার হত্যাকাণ্ডের আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


বুধবার (২০ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।


আরও পড়ুন: তিন দিনের রিমান্ডে কিরণ, নতুন মামলায় গ্রেফতার আতিকুল


এর আগে গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম গত ১২ আগস্ট সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেছিলেন।


মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা দায়ের করেন।


আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ


উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোডে কিছু যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে। পরবর্তীতে তাকে রমনা থানার মাধ্যমে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।


এএস