তিন দিনের রিমান্ডে কিরণ, নতুন মামলায় গ্রেফতার আতিকুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৪ পিএম, ২০শে আগস্ট ২০২৫


তিন দিনের রিমান্ডে কিরণ, নতুন মামলায় গ্রেফতার আতিকুল
ছবি: সংগৃহীত

ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।


আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. নাজমুল সাকীব কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন জানান। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড ও গ্রেফতারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।


দুপক্ষের শুনানি শেষে আদালত কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠানোর পাশাপাশি আতিকুলের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।


আরও পড়ুন: তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার


মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ কয়েকজন কর্মসূচিতে অংশ নেন। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা সৃষ্টি করে অতর্কিত হামলা চালায়। এতে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। পরে তিনি বাদী হয়ে গত বছরের ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।


এএস